কালিমাসমূহ
কালিমায়ে তায়্যিবা( পবিত্র বাক্য)
উচ্চারন :লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থ : আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত-বন্দেগীর উপযুক্ত আর কেউ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর।
কালিমা-ই-শাহাদত (সাক্ষ্যের বাক্য)
উচ্চারন :আশহাদু আল -লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ।
অর্থ :আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তিনি একক,তাঁর কোনো অংশীদার নেই।
আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে,হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাঁর প্রেরিত রাসূল।
কালিমা-ই তাওহীদ (একত্ববাদ বাক্য)
উচ্চারন: লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা-ছা-নীয়া লাকা মোহাম্মাদুর রাসূলুল্লাহি ঈমামুল মুত্তাকীনা রাসূলু রাব্বিল আলামিন।
অর্থ: আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তিনি একক, এবং তাঁর কোনো অংশীদার নেই। মোহাম্মদুর রাসূলুল্লাহ (সা.) আল্লাহর রাসূল, ধর্মভীরুদের নেতা, বিশ্বজগতের প্রতিপালকের রাসূল।
কালিমা-ই-তামজীদ(গুণবাচক বাক্য)
উচ্চারন : লা- ইলা-হা ইল্লা আনতা নুইঁরাইঁ ইয়াহদিয়াল্লাহু লিনুরিহী মাঁইয়াশা-উ মোহাম্মাদুর রাসূলুল্লাহে ইমামুল মুরছালীনা ওয়া খা-তামুন নাবিয়্যীন।
অর্থ : হে আল্লাহ! তুমি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তুমি আলোময় যাকে ইচ্ছা আপন আলোর দিকে পথ প্রদর্শন কর। হযরত মুহাম্মদ (স.)আল্লাহর রাসূল। তিনি নবীগণের ইমাম ও সর্বশেষ নবী।
ঈমানে মুজমাল
উচ্চারন: আ-মানতু বিল্লা-হি কামা হুয়া বি-আসমা-য়িহি ওয়া সিফা-তীহী ওয়া কাবিলতু জামী'আ আহকা-মিহী ওয়া আরকা-নিহি।
অর্থ: আমি মহান আল্লাহ তা'আলার প্রতি ঈমান আনয়ন করলাম যেরূপ তিনি আছেন তাঁর নাম ও গুণাবলীর সাথে এবং আমি তাঁর যাবতীয় আদেশ ও বিধানকে গ্রহন করে নিলাম।
ঈমানে মুফাসসাল
উচ্চারন: আ-মানতু বিল্লা-হি ওয়া মালা- ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসূলিহি ওয়াল ইয়াওমিল আ-খিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লা-হি তা'আলা ওয়াল বা-ছি বা'দাল মাওত।
অর্থ : আমি আল্লাহ তাআলা,ফেরেস্তাগণ,কিতাবসমূহ,নবী- রাসূলগণ,বিচার দিন ও তাকদীরের ভালো-মন্দ যে আল্লাহর পক্ষ হতে জয়ে থাকে তারপ্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থনের প্রতি ঈমান আনলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন