এমন একটি নিয়ম এর কথা সেয়ার করছি যার মাধ্যমে অঙ্ক না করেই,,,,শুধু মনে মনে চিন্তা করে আপনি ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে পরিবর্তন করতে পারেন। এতে করে অনেক সময় বাচবে এবং এক্সপার্ট হতে পারবেন।
ডেসিমেল থেকে বাইনারি
১ এর সাথে ২ গুন করুন= ২
এর পর ২ এর সাথে ২ গুন করুন = ৪
এভাবে ৪ এর সাথেও ২ গুন করুন= ৮
ঠিক এভাবেই গুন করে ক্রমাগত চালিয়ে যেতে পারেন।
যেমন ১, ২,৪, ৮, ১৬, ৩২,৬৪,১২৮,২৫৬,৫১২,১০২৪...........
এর চেয়ে বর সংখ্যার বাইনারি করতে হয় না, আর হলেও ২ দিয়ে গুন করে নিবেন।
এবার আসল কথা।
আপনি এই ক্রমিক মেনে খুব সহযে কাজটি করতে পারেন,,,,,
আপনাকে যে সংখ্যাকে বাইনারি করতে সে সংখ্যার সমমানিয় বা ছোট সংখ্যাটি উপরের ক্রমিক থেকে নির্দস্ট করে নিন,,,,অর্থাৎ ধরি
৩৩ কে বাইনারি করতে হবে,
যেহেতু,উপরের সারিতে ৩৩ নেই তাই ৩৩ এর থেকে ছোট সংখ্যাটি নির্দিস্ট করব।
আর সেটি হল ৩২
দশমিক সংখ্যা(৩৩) এর সমান বা ছোট সংখ্যাগু যখন ৩৩পুর্ন করতে প্রয়োজন হবে তখন ১ আর জখন হবে না বা বেশি হবে তখন ০লিখব।
এবার ৩২ এর পরিবর্তে বাইনারি ১হবে
=১
এর পর যত ছোট সংখ্যা আছে তা ৩২ এর সাথে যোগ করে দেখুন বড় কিনা?বড় না হলে ৩২ এর সাথে যোগ করুন ও ১ লিখুন আর বড় হলে যোগ না করে ০ লিখেন।এভাবেই ছোট সংখ্যা গুলো দিয়ে যোগ করার চেষ্টা করুন ৩৩ না হওয়া পর্যন্ত বা ছোট সংখ্যা ১(ক্রমিক) পর্যন্ত।
৩২+১৬=বড়, এর পরিবর্তে ০ লিখব এবং যোগ করব না।
=১০
এর পরের সংখ্যা চেস্টা করি
৩২+৮= বড়,ফলে এবার ও ০.
=১০০
৩২+৪= বড়,০
=১০০০
৩২+২=বড়,০
=১০০০০
৩২+১= সমান, এবার এক লিখবো।
=১০০০০১
বা,৩৩ এর বাইনারি মান= ১০০০০১
এভাবেই যেকোনো দশমিক সংখ্যার বাইনারি মান সহজেই বের করতে পারি।
শুধু একটু বুজার বিষয়।
৫৫ এর বাইনারি মান=১১০১১১
উপরে ৫৫ এর ছোট ক্রমিক সংখ্যা ৩২
তার পর ১৬ যোগ করে হয়৪৮, তার পর ৮ যোগ করলে বেশি হয় তাই যোগ করব না এবং ০ লিখেছি, এর পর ৪ যোগ করেছি,২ এবং১ ও যোগ করেছি এদের পরিবর্তে ১ লিখেছি।
১০০এর বাইনারি মান=১১০০১০০
২৫০,, ,, ,, =১১১১১০১০
৬০,, ,, ,, =১১১১০০
আমার এ পোস্ট থেকে যদি উপক্রিত হন তবে সেয়ার করবেন প্লিজ।
আর বুজতে অসুবিধা হলে জানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন