বেশি কিছু প্রয়োজন নেই বিভিন্ন জিনিস পত্র কিনলে যে পেকেট পান তাই দিয়েই করতে পারেন।এছারা নরমাল ক্যালেন্ডার,খাতা দিয়ে ও করতে পারেন সুন্দর এই ওয়ালমেটটি।
কিন্তু তা তেমন মজবুত নাও হতে পারে।
তাছারা পেকেট দিয়ে করলে কাঠ কাঠ মনে হয়। যা আলাদা একটা ঐতিজ্য ফুটে উঠে।
আমি প্যাকেটের ভাজ খুলে তা কেচি দিয় সাইজ করে নিয়েছি।তারপর নিচের দিকে কস্টিপ দিয়ে যাস্ট লাগিয়ে দিয়েছি।আপনারা চাইলে পেপার গাম বা সুতু দিয়ে সেলাই করে নিতে পারেন।
বুজতে অসবিধা হলে জানিবেন। ভাল লাগলে সাথে থাকুন অনুসরন করে,,, ভুল হলে ধরিয়ে দিবেন উপক্রিত হব।
আরো কিছু নতুন ডিজাইন এড করব সাথে পেলে আপনাদের সারা।
শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
ভাড়ি কাগজের পেকেট দিয়ে ওয়ালমেট নতুন ডিজাইন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন